মোঃ হাসান আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ৮নং পাঙ্গাসী ইউনিয়নের নওদাশালুয়া গ্রামের সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক পরিবারের সদস্যদের জায়গার চার দিকে কাটা তার দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী
আবুল হোসেন ও তার ভাই আবুল কালাম আজাদ
বিরুদ্ধে।
শনিবার ( ২৮ সেপ্টেম্বর ) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় এশাকুল আলী বসতঘরে ওয়াল ধসে গিয়েছে। ভুক্তভোগী এশাকুল আলী জানান যে আমার ক্রয় সূত্রে সম্পত্তি জোর পূর্বে চার দিকে কাটা তার দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। কিছু বললে বিভিন্ন রকমে ভয় ভয় ভীতি দেখায়।
আরো বলেন ক্রয় সূত্রে সম্পত্তি সাথে আমার বসতবাড়ি দক্ষিণ পাশে ঘরের ওয়াল ঘেঁষে ৩ ফিট করে গর্ত করেন ৩জন লেবার সহ আবুল হোসেন ও তার ভাই আবুল কালাম আজাদ । এসময় স্থানীয় লোকজন মাটি কাটা বাধা দিলে তাদের কথা না মেনে গর্ত করে চলে যায় ।
এই বিষয়ে স্থানিয় ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে কিন্তু আবুল হোসেন ও তার ভাই কনো কিছুর তুয়াক্কা করে না। আমাকে বলছে আমি গিয়ে দেখে আসলাম এশাকুলে বসতঘরের পাকা ওয়াল ধসে গিয়েছে।
স্থানিয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা
জানান এশাকুল আলী নিরীহ অসহায় ক্রয় সূত্রে সম্পত্তি চার দিকে কাটা তার দিয়ে অবরুদ্ধ করে । এশাকুল আলীর ঘরের হাপ ওয়াল ঘেঁষে ৩ ফিট গভীর করে মাটি কেটে গর্ত করে। বসতঘরে পাকা ওয়াল ঘেঁষে মাটি কাটার কারণে বসতঘর ওয়াল ধসে পরে যায়।