ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সোমবার ৩০শে সেপ্টেম্বর সকালে বিদ্যুৎ বিলিং এ কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভৈরব পাশা ইউনিয়নের মোঃ নাজমুল হাসান টিটুর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়
বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডাররা যথাস্থানে না গিয়ে মনগড়া বিদ্যুৎ বিল তৈরি করে। যার প্রমাণ পাওয়া যায় গত জুন মাসে একটি মিটার কেটে নেওয়া হলেও আগস্ট মাসে একই মিটারের নামে বিল প্রদান করা হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বিলিং এর ফলে স্থানীয় কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। এছাড়া বিভিন্ন হিডেন চার্জের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। ট্রান্সফরমারসহ বিদ্যুতের বিভিন্ন যন্ত্রাংশ চুরিতে বিদ্যুৎ সমিতির লোকজন জড়িত রয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।