রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আলী(২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফহহাদ আকন্দ
ও রানীশংকৈল থানার ,এস আই আজাহারুল এর নেতৃত্বে একটি সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটকৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে । রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনের মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।