এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় নির্ভয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতিনীতি পালনে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে সার্বিক বিষয়ে খোঁজ নেন।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে গোয়ালডিহি ইউনিয়নের ২৭ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আতাউর রহমান, গোয়ালডিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি
সাজ্জাদ হোসেন সাজু ও সেক্রেটারি মো: রায়হান আলী, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মেহেরাব হোসেনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবছর খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৩১ টি মন্ডপে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। এসব মন্ডপের নিরাপত্তা ও পরিদর্শনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিয়মিত তদারকি করছে বলে নেতারা জানায়।