লালমনিরহাট প্রতিনিধি
নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশ গ্রহণে দুইদিনব্যাপী নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার লালমনিরহাট শহরের মুনস্টার হল রুমে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (JICA)এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং প্রকল্প,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং জাপানের হাইজিন ও হেলথ প্রোডাক্টের সহায়তায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি জানানো হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের উপপরিচালক আতাউর রহমান, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজওয়ানুল হক, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, জাইকা প্রতিনিধি আসুকা ইয়াসুকা এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক।
দুইদিনের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন জাইকা প্রকল্পের কনসালটেন্ট শাহ আরাফাত রহমান, সাদিয়া শারমীন ও ইউনুস আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *