লালমনিরহাট প্রতিনিধি
” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”প্রতিপাদ্যে লালমনিরহাটে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে সোমবার (২ ডিসেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়েছে ।
জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম শিকদার। জাতীয় যুব দিবসের তাৎপর্য ও অধিকার এখানে এখনই প্রকল্পের কার্যক্রমের উপর বক্তব্য রাখেন, ‘অধিকার এখনি, প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মাধুরী সুত্রধর। অনুপ্রেরনা মূলক বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সম্বনয়ক মোঃ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন ইয়ুথ লিডার শহিদ ইসলাম সুজন।
কো-লিডার উম্মে কুলছুম ও যুব সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব সঞ্চালক দিপংকর রায়। স্বাগত বক্তব্য রাখেন যুব সদস্য আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের শিশুদের অংশগ্রহণে ৩টি খেলাধুলা ও বিজয়ীদের পুরষ্কার বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব দিবসের আয়োজিত অনুষ্ঠানে সমাপ্তি হয়।