ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কানারহাট ছাত্র সমিতি ও পাঠাগারের আয়োজনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কানারহাট প্রাঙ্গণে নাইট মিনি পিচ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে চুড়ান্ত পর্যায়ের খেলায় শহীদুজ্জামান রয়েল ক্রিকেট টিম বনাম বজরাটেক কিংস ক্রিকেট টিম অংশগ্রহণ করে। এতে শহীদুজ্জামানের দল ২৩টি ৪ মেরে ৯৪ রান ও বজরাটেক কিংস দল ১৭টি ৪ মেরে ৬৮ রান সংগ্রহ করে। এতে শহীদুজ্জামান রয়েল ক্রিকেট টিম ২৪ রানে বিজয়ী হয়। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শহীদুজ্জামান দলের সৈকত আলম ও কিংস দলের জাহাঙ্গীর হোসেন ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ীদের ও রানার্স আপদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে খেলাপ্রেমী ও উৎসুক দর্শকদের ঢল নামে কানারহাট বাজার প্রাঙ্গণে। নাইট মিনি পিচ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬-১৭ ফাইনাল খেলায় কানারহাট ছাত্র সমিতি ও পাঠাগারের সভাপতি সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, বিএমসি কলেজ অধ্যক্ষ রহমত আলী, বজরাটেক ইজাম’র সভাপতি আজাহার আলী, বজরাটেক পাঠাগারের উপদেষ্টা ফুয়াদ হোসেন, বিএনপি নেতা মাসুম চৌধুরী, ইউপি সদস্য ফায়াদ হোসেন ফারুক। এ ছাড়াও সমিতি ও পাঠাগারের উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *