লালমনিরহাট প্রতিনিধি
ঘোড়ায় বরযাত্রী সাজিয়ে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ওয়ালটন প্লাজা লালমনিরহাট। আজ (মঙ্গলবার) দুপুরে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি লালমনিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজিবি ক্যান্টিনমোড় গিয়ে শেষ হয়। ওয়ালটনের মিশনমোড় প্লাজার আয়োজনে এ শোভাযাত্রায় হাতিঘোড়া, বড়যাত্রী, গ্রামীণ ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রতি তুলে ধরা হয়।

ওয়ালটনের কর্মকর্তারা জানায়, সারাদেশে চলছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’। এর আওতায় ওয়ালটন পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করা হয়েছে। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। এসব সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করার লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

শোভাযাত্রায় জেলায় কর্মরত ওয়ালটনের কর্মকর্তা ও শতাধিক কর্মীর অংশগ্রহণে ওয়ালটনের ডাবল মিলিয়ন অফারের পণ্য ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ডিসি ফ্যান প্রদর্শনী করা হয়। এসময় ওয়ালটনের রংপুরের চীফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুল ইসলাম, ক্রেডিট ম্যানেজার শাখিল শাকিল হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরাফাত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল ক্যাম্পইন সিজন-২১ এর আওতায় ক্রেতারা ওয়ালটন পণ্য ক্রয়ে ‘ডাবল মিলিয়ন’ অফারের সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *