ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারী উপজেলা সদরের ৪ বারের সফল চেয়ারম্যান এ,কে,এম মাহমুদুর রহমান রোজেন ৩ ডিসেম্বর রাত ৮ ঘটিকার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ——রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন। আগামীকাল বুধবার রাত ৮ ঘটিকার সময় ভুরুঙ্গামারী পাইলট সরকারী হাই স্কুল মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পরেছে।