কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে ৪ ডিসেম্বর বুধবার ২০২৪ ইং দুপুরে এফাদ কুড়িগ্রাম কার্যালয়ের কনফারেন্স হলরুমে এনজিও প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
দাতা সংস্থা সাইট সেভার্স এর সহযোগিতায় এফাদ কুড়িগ্রাম কার্যালয়ের কনফারেন্স হলরুমে প্রতিবন্ধী নারী, বয়স্ক মানুষ প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘু তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা এনজিও প্রতিনিধিদের সাথে বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ইং দুপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সমন্বয় সভায় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সাইট সেভার্স এর আগামী দিনের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির , কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কলসানটেন্ট ডাঃ আরিফুর রহমান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার খন্দকার মোস্তাহিদ আলম, সিডিডি এর প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আনিকা রহমান লিপি , ডিজেবিলিটি ইনক্লুশন অফিসার ইফতেখারুল হাসান , সাইট সেভার্স এর সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, সাইট সেভার্স এর ডিসি মোঃ মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান প্রমূখ।