ফারহানা আক্তার ,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর ) দুপুরে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

আটককৃতরা হলেন – আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে আব্দুস সোবহান(২৬)আলীমোহাম্মদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মশিউর রহমান (২২) একই গ্রামের মোজাফফর আকন্দর ছেলে রফিকুল আকন্দ (৩৮)।

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব
জানান,অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাক গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জয়পুরহাট শহরের বাটারমোড়ে অবস্থান করছিলেন। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা ক্ষেতলাল উপজেলার মৌসুমি বাজের যাওয়ার কথা বলে যাত্রী সেজে অটোরিকশাটি উঠেন। পথে তারা ফাঁসি তলা কুঠিপাড়া এলাকায় অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে হাত পা বেধেঁ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা।

পুলিশ সুপার আরও জানান,পরে এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া অটোরিকশসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

আটক ছিনতাই চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতো বলেও জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *