সোহেল রানা, নিজস্ব প্রতিবেদক সাভার

ঢাকার সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটির আয়োজন করে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সাভার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার। পরে তিনি মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন শেষে ‘সমান অধিকার, সমান সুযোগ-মানবতার ভিত্তি’ এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার
চেয়ারম্যান মোঃ জে. এইচ রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন খান নঈম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংস্থার কার্যক্রম তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি মোঃ জে.এইচ রানা বলেন, নিজের অধিকার আদায়ের সঙ্গে সঙ্গে অন্যের অধিকার নিশ্চিত করা উচিত। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।

এ সময় নির্ভিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক (সাভার) মতিউর রহমান ভান্ডারী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার শরিফ রুবেল, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার (সাভার) সোহেল রানা, বেসরকারি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি (সাভার) সৈয়দ হাসিবুন নবী রাজুকে সম্মাননা স্মারক এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সাল থেকে এই দিবসটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *