বিশেষ প্রতিনিধ:
সম্প্রতি নলছিটির ওই সন্ত্রাসী রেজাউল চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুলছাত্রীর শ্লীলতাহানী, ধমী‘য় অনুভূতিতে আঘাতের ঘটনায় তোলপাড় শুরু হয়। নলছিটি থানা পুলিশ তাকে আটক করে থানায় এনে অদৃশ্য কারনে মধ্যরাতে ছেড়ে দেয়। অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও। কিন্তু আদালতের বিচারকের নিকট আজ ৭ মাচ‘ সন্ত্রাসী রেজাউল চৌধুরী বাদী সেজে সাংবাদিক মু. মনিরুজ্জামান, গোলাম মাওলা শান্তসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করতে যান। এ সময় ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এইচএম কবির হোসেন মামলাটি খারিজ করে তাৎক্ষনিক নিজেই বাদী হয়ে ২৯৫এ/৩৫৪/৫০৬/৫০৯ দন্ডবিধিতে সিআর মামলা ৪১/২০১৭ দায়ের করেন।
এদিকে আদালতের বিজ্ঞ বিচারক ওই সন্ত্রাসী রেজাউল চৌধুরীর কম‘কান্ডের বিরুদ্ধে স্বপ্রনোদিত হয়ে মামলা দায়ের এবং ৪ সাংবাদিককে মামলা থেকে রক্ষা করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাহসী বিচারক এইচএম কবির হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বিবৃতিতে বলেন, বিজ্ঞ বিচারক স্বপ্রনোদিত হয়ে মামলাটি দায়ের করায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।পুলিশ ঘটনার নায়ক রেজাউল চৌধুরীকে ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। স্কুলছাত্রীর শ্লীলতাহানীর ভিডিওর সাথে জড়িত আরো ৩জনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত।