রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাণীশংকৈলের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বুধবার ৮ই মার্চ উপজেলার চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মো. সইদুল হক, থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, সাবেক প্রধান শিক্ষক মো. আঃ হামিদ, মমতাজ বেগম মিরা, ফরিদা ইয়াসমিন, ফরিদা পারভিন, মানব কল্যাণ পরিষদের শিরিণ সুলতানা, হালিমা আক্তার ডলি প্রমুখ।