মোঃখলিলুর রহমান,বিশেষ প্রতিনিধি॥
বরগুনা শহরে বড়িয়াল পাড়া এলাকায় ভুয়া কারখানায় অভিযান চালিয়ে নকল ফয়েল দিয়ে প্যাকেট তৈরি করে বিপুল পরিমান ভ্যাজাল খাদ্য সামগ্রী, প্রসাধনী এবং টয়লেট্রিজসহ ৮ টি পন্য জব্ধ করেছে পুলিশ। এব্যাপারে ঘটনাস্থল থেকে লাইলি বেগম (৪২) কে আটক করা হয়। পন্যের মধ্যে রয়েছে, বর্নফুল লাচ্ছি সেমাই, ঘড়ি একটিভ হোয়াইট, রিম পাওয়ার ব্রাইট, মেহেরিন সায়াবিন তৈল, লিউ ডিস ওয়াস পাউডার, সুপার এক্সেল, মিনার সেমাই, তাজা পাওয়ার হোয়াইট। এ সকল পন্য তৈরী করার সরঞ্জাম এবং দ্রব্য সামগ্রী ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাকের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক জানান, দির্ঘদিন ধরে আমরা শুনে আসছি বরগুনায় ভুয়া পন্য সামগ্রীর কারখানা রয়েছে। তাই আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, নকল ফয়েল দিয়ে প্যাকেট তৈরি করে বিপুল পরিমান ভ্যাজাল খাদ্য সামগ্রী, প্রসাধনী এবং টয়লেট্রিজসহ ৮ টি পন্য জব্দ করি। এবং ঘটনাস্থল থেকে লাইলি বেগম নামে ১ জনকে হাতে নাতে আটক করা হয়েছে। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।