বিশেষ প্রতিনিধি:মোঃ খলিলুর রহমান
বরগুনার তালতলী
উপজেলার ফকিরহাট বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। জানা গেছে, ঐ বাজারের আঃ খালেক হাওলাদারের মুদি-মনোহরী দোকানের প্রায় ৫০ লক্ষ টাকা, তার বড় পুত্র আবু জাফর হাওলাদারের জাল-সুতার দোকানের প্রায় ৪০ লক্ষ টাকা, ছোট পুত্র দুলাল হাওলাদারের প্রায় ১০লক্ষ টাকা এবং মোঃ আইউব আলীর ১ লক্ষ টাকা, মোঃ ইদ্রিস আলীর ২লক্ষ টাকা, মোঃ ফারুক ফরাজীর ৫লক্ষ টাকা ও বাবুল ঘরামীর হোটেল এন্ড রেষ্টুরেন্টের ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খালেক হাওলাদারের মুদি ও মনোহরী দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটের কারনে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। তালতলীতে ফায়ার সার্ভিস না থাকায় ঘটনাস্থলের প্রায় ৫০কিলোমিটার দুরে আমতলীর ফায়ার সার্ভিসের গাড়ী এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন