মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে লিচু বাগানের ৬টি ফলন্ত লিচু গাছ কর্তন করায় থানায় অভিযোগ দায়ের করেছে গাছ মালিক নজরুল ইসলাম।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ৯ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভিয়াইল গ্রামের রজব আলী শাহ’র পুত্র নজরুল ইসলামের আলীর লিচু বাগানের ৬টি ফলন্ত লিচু গাছ কে বা কারা কর্তন করেছে। নজরুল জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর কিছু লোকের সাথে তার জমি সংক্রান্ত বিরোধে দিনাজপুর জেলা দেওয়ানী ও ফৌজদারী আদালতে মামলা চলছিল। এরই জের ধরে তারাই তার (নজরুলের) লিচু বাগানের ফলন্ত লিচু গাছগুলি কর্তন করতে পারে বলে অভিযোগ করেন। তিনি আরও জানান, কর্তনকৃত গাছগুলির আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারিসুল ইসলাম জানান, অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।