বিশেষ প্রতিনিধি:
ভোলায় সাংবাদিক আব্দুর রহমান তুহিনের ওপর হামলাকারী আলামিন নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টায় পৌরশহরের নতুনবাজঅস্থ সমবায় মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গত ৬ মার্চ সন্ধ্যায় ভোলা বাসস্টন্ড এলাকায় সাংবাদিক আব্দুর রহমান তুহিনের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এঘটনায় ওই দিন রাতে সাংবাদিক তুহিন বাদী হয়ে ৪ জনকে চিহ্নিত ও আরো কয়েক জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। মামলা নং ১১/১৭ । সোমবার রাত সাড়ে ৯ টায় পৌরশহরের নতুনবাজঅস্থ সমবায় মার্কেট থেকে ৪ নম্বর আসামী আলামিনকে এসআই মাইনুল সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এছাড়া আসামী আলামিনের বিরুদ্ধে বিভিন্ন ফেজবুক ফেক আইডির মাধ্যমে অপ প্রচার ও নানাবিধ অপরাধ জনিত কর্মকান্ডের সাথে জরিয়ে পরায় থানায় সাধারণ ডায়রী রয়েছে। যার নং ৬৪১।
ভোলা মডেল থানার ওসি মীর খাইরুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ভোলা দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার নামে চলছে প্রতারণা সংবাদ প্রকাশ করায় হামলা করা হয়।