মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনে দিনাজপুর চিরিরবন্দরে বিভিন্ন ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ,ভাংচুর ,নাশকতা সহ দিনাজপুর কোতোয়ালী থানার বিভিন্ন মামলার আসামী চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারিসুল ইসলামের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে যশাই মোড় থেকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। আটক কৃত আসামী উপজেলার মোস্তাফাপুর গ্রামের মো:আব্বাস আলরী (আতাবদ্দীনের) পূত্র মো: হাবিবুর রহমান হাবিব (২১)।