রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুস্কৃতিদের হামলায় লেহেম্বা গ্রামের প্রধানের ছেলে নিহারু (৪৫) মারা যান। ঘটনায় গুরুত্বর আহত হন আরো ৩ জন। মৃতের ভাই মহেন্দ্র নাথ বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং ১৮ তারিখ ২৬ ফেব্রুয়ারী’১৭। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে হরিপুর উপজেলার টেংরিয়া দিলগাও গ্রামের ফয়জুল হকের ছেলে সফিকুল (৩৩) সহ ৭ জনকে আসামী করা হয়।
গ্রেফতার ঠেকাতে মামলার আসামীরা গা ঢাকা দেয়। মামলার তদন্তকারী অফিসার এসআই আজগর হোসেন আসামীদের গ্রেফতারের জন্য তৎপর থাকেন। গ্রেফতারের জন্য তৎপর অনুসন্ধান চালাতে থাকেন। চৌকসতার সাথে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী সফিকুলকে ১৪ মার্চ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালীয়া গ্রাম থেকে আটক করেন। অভিযানের সময় এসআই আজগর আলী ফেরিওয়ালার বেশ ধারণ করে আসামীকে আটক করেন বলে জানা যায়। থানা সুত্রমতে, গ্রেফতারকৃত আসামীকে ১৬ মাচ বৃহস্পতিবার আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হবে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম এজাহার ভুক্ত আসামী সাজাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের জোর অভিযান অব্যাহত আছে।