মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে এলজিএসপিসহ নানা অভিযোগে অভিযুক্ত করে গত ৭ মার্চ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে একই ইউনিয়নের মহিলা সদস্যসহ ৬ জন ওয়ার্ড সদস্য।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান নরেন্দ্রনাথ রায় ও সচিব মোঃ আরিফুল ইসলাম ২০১৬-১৭ অর্থ বছরে এলজিএসপির প্রায় সাড়ে ২২ লক্ষ টাকার প্রকল্পে নানা অনিয়মের মাধ্যমে কাজ সমাপ্ত করে ভুয়া বিল ভাউচার তৈরী করে মোটা অংকের টাকা আতœসাত করেছেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করেন। পরিষদের বিভিন্ন আয়ের উৎসের ১%, কর্মসৃজন কর্মসূচীতে পুরাতন শ্রমিক ছাটাই করে মোটা অংকের টাকার বিনিময়ে কর্মসৃজন কর্মসূচীর নীতিমালা বহির্ভুত নতুন শ্রমিক নিয়োগ দেন।
এছাড়া সাধারণ জনগণ ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স ও নাগরিকত্ব সনদ নিতে এলে তাদের সাথে অসদাচারন করেন। কোন প্রকার মিটিং ছাড়াই রেজুলেশন বহিতে জোরপূর্বক সদস্যদের স্বাক্ষর গ্রহন করে থাকেন। শুধু তাই নয় বিমল চন্দ্র রায় নামে এক গ্রাম পুলিশকে নিয়োগের আশ্বাস দিয়ে মাসের পর মাস পরিষদের বিভিন্ন কাজে লাগাচ্ছেন।
ইউপি সচিব আরিফুল ইসলাম বিষয়গুলি সুকৌশলে এড়িয়ে গিয়ে পত্রিকায় প্রকাশ না করার জন্য সংবাদকর্মীদের অনুরোধ জানান, চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় দম্ভক্তি করে বলেন, ক্ষমতাসীন দলের চেয়ারম্যান পত্রিকায় খবর প্রকাশ ও ইউপি সদস্যদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির ফল ভালো হবেনা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি তবে অভিযোগপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার কথা বলেন।