ঢাকা অফিসঃ
মঙ্গলবার সরকার বাংলাদেশের গভীর সমুদ্রের ১২ নং ব্লক বিনা টেন্ডারে এবং রফতানির সুযোগ রেখে একটি বিদেশী কোম্পানি দক্ষিণ কোরীয় দাইয়ুর সাথে চুক্তি করেছে। সরকারের এই গ্যাস রফতানি চুক্তিকে আত্মঘাতি ও দেশ বিরোধী হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, শুধু রফতানি নয়, বিদেশী কোম্পানির অংশীদারিত্ব বৃদ্ধি, শুল্ক মওকুফ ও গ্যাসের কেনা দামবৃদ্ধিসহ আরো নানা সুবিধা দিয়ে যে চুক্তি করা হয়েছে তা দেশের জন্য আরেকটি আত্মঘাতী জাতীয় স্বার্থবিরোধী চুক্তির নজির হয়ে থাকবে।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় আলো বলেন, দক্ষিণ কোরীয় দাইয়ুর সাথে সম্পাদিত পুরো চুক্তি প্রক্রিয়াটি অস্বচ্ছ। বিনা দরপত্রে গোপন সমঝোতার ভিত্তিতে করা এই চুক্তি সরকারের দেশবিরোধী নীতি ও দুর্নীতির ফল।

বিবৃতিতে নেতৃদ্বয় আশঙ্কা প্রকাশ করেন, দক্ষিণ কোরীয় দাইয়ুর সাথে সম্পাদিত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে অন্য ব্লকগুলোতেও একই সুবিধা পাবার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এ ধরনের চুক্তি করার চেষ্টা ও দাবী করবে। যার ফলশ্রুততে একসময় বঙ্গোপসাগরের সম্পদই বাংলাদেশের নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে।

নেতৃদ্বয় আরো বলেন, অনির্বাচিত ও ভোটারবিহীন সরকার জহগনের কাছে জবাবদিহীতরা না থাকায় একের পর এক দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। সরকার এক দিকে এ ধরনের চুক্তির মাধ্যমে নিজেদের সম্পদ দেশের কাজে ব্যবহারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, আর অন্যদিকে বেশি দামে এলএনজি আমদানি করে দেশের অর্থনীতিকে বিপদগ্রস্ত করার পন্থা গ্রহণ করেছে।
নেতৃদ্বয় বলেন, এসব নীতির কারণেই অযৌক্তিকভাবে দেশের মানুষের কথা বিবেচনা না করে গ্যাস ও বিদ্যুতের বৃদ্ধি করছে দফায় দফায়। কিছু দেশী ও বিদেশী গোষ্ঠীর স্বার্থরক্ষা করতে গিয়ে সরকার এভাবে দেশের বর্তমান ও ভবিষ্যৎকে নিরাপত্তাহীন করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন