্
বিশেষ প্রতিনিধি: মো:খলিলুর রহমান
এশিয়ান বাংলা নিউজ
বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেড়ে মামলা দেয়ায় মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি।জানা গেছে তালতলী উপজেলার তাতিপাড়া গ্রামের বাসিন্দা ফজলুর করিম ও তার প্রতিবেশি আব্দুল হাই এর সাথে দির্য্ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আমতলী আদালতে ফজলুল করিম পৃথক দুটি মামলা দয়ের করেন। মামলাগুলো আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ প্রদান করলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করে রিপোর্ট প্রদান করলে আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করেন। কিন্ত আসামীরা জেল থেকে মুক্ত হয়ে মামলার বাদী ফজলুল করিমকে দেখে নেয়োর হুমকি প্রদান করে বলে ফজলুল করি সংবাদ কর্মীদের জানান।তিনি বলেন, আব্দুল হাই ও তার জামাই খালেক খান আমাকে জীবন নাশের ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকি প্রদান করে।আমতলী আদালতে দায়ের কৃত মামলার তদন্ত করেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ তদন্তে তিনি উল্লেখ করেন, আব্দুল হাই , আবুসালেহ ও জাফর খান বাদীকে মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি প্রদান করেন যার সত্যতা সরে জমিনে পাওয়া গিয়েছে। এই মামলায়ই আদালত আসামীদের জেল হাজতে প্রেরন করেন। এখন উল্লেখিত আসামীরাই আবার জেল থেকে বের হয়ে ফজলুল করিমকে আবার হুমকি প্রদান করছেন বলে মামলার বাদী জানান। তবে মামলার বিবাদী আব্দুল হাই বলেন, আমরা জেল খেটে এসেছি । আমরা ফজলুল করিমকে কোন হুমকি দেয়নি এবং আমরা তার বিরুদ্ধে কোন মামলাও করবোনা।