রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
“বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথকভাবে জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করা হয়। শুক্রবার (১৭মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে, উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে, মুক্তিযোদ্ধা কমান্ড ও বঙ্গবন্ধু পরিষদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এতে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা রাব্বী রিপা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাদের ডেপুটি কমান্ডার সাহার আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। #