কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীকে রক্ষার দাবিতে সাইকেল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উলিপুর প্রেস ক্লাব এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি যৌথভাবে এই কর্মসূচি’র আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১১টায় উলিপুর শহীদ মিনার এলাকা থেকে সাইকেল র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
পরে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, উলিপুর উপজেলা সদরের ভিতর দিয়ে প্রবাহিত বুড়ি তিস্তা নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি। এরফলে মরে গেছে নদী। এখন শুকিয়ে যাওয়া নদী দখলের পাঁয়তারা চালানো হচ্ছে। এজন্য এই পাঁয়তারা বন্ধসহ নদী খননের দাবি জানান তারা।