এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের নির্মানাধীন ভবন পরিদর্শন করলেন বিশ্বাস বির্ল্ডাসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল। বৃহস্পতিবার বিকেলে তিনি কবিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পার্শ্ববর্তী শ্রমিক অফিস সংলগ্ন নিজস্ব জমিতে নির্মানাধীন প্রেসক্লাব ভবন পরিদর্শণ করেন। পরিদর্শন শেষে তিনি প্রেসক্লাবের ভবন উন্নয়নে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ, দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, আবাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তপু, জেলা যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এম হাসান মুসা ও সাধারণ সম্পাদক শামীম বিন সাত্তারসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দের সাথে চা-চক্রের আয়োজন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বাস বিল্ডার্সের এমডি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বলেন, শৈলকুপা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এটি কারো ব্যক্তিগত সংগঠন নয়। সংগঠনটির উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন