26-03-2017-chirirbandar-photo

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করলে একে একে রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, ক্লাব, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।
বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধে শহীদদের আতœার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসপ্লে ও কুচকাওয়াজে প্রত্যক্ষ করেন ও ছালাম গ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী উপজেলা আওয়ামীগের সভাপতি আয়ুবুর রহমান শাহ, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুলসহ রাজনৈতিক নের্তৃবৃন্দ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *