ঝিনাইদহ প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর পড়ে ঝিনাইদহের দুইটি অসহায় পরিবারকে কিছু দানশীল মানুষ আর্থিক সহায়তা প্রদান করেন। বুধবার সেই টাকা ঝিনাইদহ প্রেসক্লাবে রোগীর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি কিডনী নষ্ট হওয়া ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকার রফিকুল ইসলামের দুর্দশার খবর ফেসবুকে ভাইরাল হলে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ তার চিকিৎসার আশ্বাস দিয়ে ফোন করতে থাকেন। বুধবার পর্যন্ত রফিকুলের পরিবার দেড় লাখের বেশি টাকা সহায়তা হিসেবে পেয়েছে।
ঝিনাইদহ প্রেসক্লাবে এ উপলক্ষ্যে টাকা হস্তান্তরের উদ্যোগ গ্রহন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল কাজলের আহবানে রফিকুল ইসলামের পরিবারকে প্রায় ৩৮ হাজার টাকা প্রদান করা হয়। ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) বিভাগের ওসি দাউদ হোসেন ও লন্ডন প্রবাসি কিছু দানশীল মানুষ তাদের এই আর্থিক সহায়তা করেন। রফিকুল ইসলামের পক্ষে তার দুই কন্যা রুমু ও ঝুমু এই টাকা গ্রহন করেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি ও ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি বিমল সাহা, এটিএন বাংলার জেলা প্রতিনিধি নিজাম জোর্য়াদার বাবলু, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, আমাদের সময়ের সাজ্জাদুল ইসলাম ও বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন উপস্থিত ছিলেন। একই সময় হার্টে ছিদ্র ধরা পড়া ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামারুজ্জামান বাবলুর ছেলে আনিচুজ্জামান আইনের আর্থিক সহায়তা হিসেবে পাওয়া পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। গড়াই পরিবহনের স্টাটার কামারুজ্জামান বাবলু জানান, ফেসবুক ও পত্রিকায় খবর প্রকাশের পর এ পর্যন্ত তিনি দশ হাজার টাকা অনুদান পেয়েছেন। টাকা পেলে তিনি ছেলের উন্নত চিকিৎসার জন্য ভারতে যাবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *