আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের বড়হাট আস্তানার জঙ্গিরা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে ধারণা করছেন পুলিশ।আর সেজন্য সোয়াটের অভিযান সমাপ্তির পথে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রওশনুজ্জামান।‘শুক্রবার দুপুর ১২টা ৫২ মিনিটে বড়হাট আস্তানার ভেতর বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে জঙ্গিরা হয়ত মারা গেছেন।’ বিকাল ৪টা ২৮ মিনিটে কাউন্টার টেররিজম ইউনিট বড়হাট আস্তানার ভেতর প্রবেশ করে। সেখানে অভিযানকারী টিম মুহুর্মূহু গুলি ছুড়লেও আস্তানার ভেতর থেকে কোনো জবাব পাওয়া যায়নি। অভিযানে অংশ নেওয়া পুলিশ সূত্রে জানা যায়, এখন চলছে বিস্ফোরক নিস্ক্রিয় ও ভবন নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি। এখনো ভবনে কোনো আত্মঘাতী বোমা হামলাকারী আছে কিনা তা প্রযুক্তির মাধ্যমে ক্ষতিয়ে দেখা হচ্ছে। একই পদ্ধতিতে পরীক্ষা ও চিহ্নিত করা হচ্ছে জঙ্গিদের পেতে রাখা আইডি ও বিস্ফোরকের মজুদ। ভবনের ভেতরে দুজন পুরুষ ও একজন নারী জঙ্গি থাকতে পারে বলে শোনা যাচ্ছে বিশেষ সূত্রে।