01-04-17-p

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ফাইলেরিয়াসিস নির্মূলও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষধ সেবনের মধ্য দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নির্মলেন্দু রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন প্রমুখ। উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী ৬২ হাজার শিশুকে এ কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নির্মলেন্দু রায় জানান, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, মক্তবসহ মাধ্যমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে ৫ থেকে ১৬ বছর বয়সের সকল শিশুকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *