ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানর মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। প্রথমে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এমটি(ইপিআই) কুস্তরী বেগম, স্বাস্থ্য পরিদর্শক তাসেম আলী ও অধ্যক্ষ দিলারা খাতুনসহ অন্যরা। পরে এফআরএস প্রতিবন্ধি ও অটিজম একাডেমির শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিগণ। উল্লেখ্য ১এপ্রিল থেকে ৬এপ্রিল পর্যন্ত শিশু শ্রেনী থেকে দশম শ্রেনীর উপজেলার ২৭হাজার ৬শত ৬৪জন শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।