রাণীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগায়ের রাণীশংকৈলে দেশ ব্যাপী স্বাধীনতার বিরোধী শক্তির চক্রে ঘটে যাওয়া একের পর এক জঙ্গি হামলার প্রতিবাদে শনিবার পৃথক পৃথক ভাবে ৩টি কলেজ শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। রানীশংকৈল ডিগ্রী কলেজ শাখায় সাধারণ সম্পাদক সাজিদ এর নেতৃর্ত্বে ও বিএম কলেজ শাখায় সভাপতি নুর ইসলাম কিনু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ২টি হয়। মিছিলটি ২টি কলেজ প্রাঙ্গনের প্রধান প্রধান ফটক প্রদক্ষিন শেষে। সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় সাবেক ছাত্রলীগ নেতা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রলীগ সদস্য সোহেল,লিপু,হিমেল উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান টিটু, আলেকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মিরা বক্তব্য রাখেন। অপরদিকে নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক রকি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কোরবান আলী, মনিরুজ্জামান মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন, নেকমরদ ইউপি ছাত্রলীগ সভাপতি রিয়াল প্রমূখ।