ক্রাইম রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে এপেক্স এনজিও কর্তৃক আইসিভিজিডি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাত করায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরন ।
জানাগেছে,মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিশ্ব খাদ্য কর্মসুচির যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিনিয়োগ কর্মসুচির মাধ্যমে দুঃ¯’ মহিলা উন্নয়ন কর্মসুচি (আইসিভিজিডি) প্রকল্প চালু করা হয় এবং উপজেলার ১০ টি ইউনিয়নের ১৫৮৬ জন দুঃ¯’ মহিলাকে এ সুবিধার আওতায় এনে প্রত্যেককে আয়বৃদ্ধিমুলক কর্মকান্ড পরিচালনার জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রকল্পটির কাজ করে আসছে বেসরাকরী সং¯’া এপেক্স। মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিশ্ব খাদ্য কর্মসুচির যৌথ উদ্যোগে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য ৪০ টাকা বরাদ্দ প্রদান করা হলেও ঐ বরাদ্দকৃত অর্থ সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করেই এপেক্স এনজিও কর্তৃক আত্মসাত করে। পাইকেরছড়া ও সোনাহাট ইউনিয়নের সুবিধাভোগীরা বরাদ্দকৃত অর্থ না পেয়ে গত ৪ এপ্রিল ২০১৭ তারিখে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক,জেলা প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট এনজিওটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন। খোজ নিয়ে জানাগেছে,এপেক্স এনজিওর ভুরুঙ্গামারী প্রকল্প অফিসের কো-অডিনেটর প্রদীপ কুমার প্রায় মাসাধিক কাল থেকে অনুপ¯ি’ত এবং ইডিএফ বকুল চন্দ্র ২০১৬ সালের অক্টোবর মাস থেকে কর্ম¯’লে না থাকায় তার ¯’লে ভিজিডি কো-অডিনেটর দুলাল চন্দ্র দাসকে দেখালেও কোন দায়িত্ব পালনে দেখা যায়নি। সুবিধাভোগীরা আরও জানায় সুবিধাভোগী নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে। এ বিষয়ে এনজিওটির ভুরুঙ্গামারী প্রকল্প অফিসের বিডিও সাইদুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অফিসের বাইরে আছেন বলে ফোন কেটে দেন। সুবিধাভোগীরা আরও জানান সরেজমিন তদন্ত ও সঠিকভাবে নিরীক্ষার মাধ্যমে হিসাবের সত্যতা যাচাই করলে আরও অনেক দুর্নীতি,অর্থ আত্মসাতে থলের বিড়াল বেড়িয়ে আসবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *