আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ বাংলা নববর্ষ ১৪২৪ বরণ ও উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলা সদরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভযাত্রা বের করা হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ ও উদযাপন উপলক্ষে শোভযাত্রা শেষে আবৃত্তি-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,অধ্যক্ষ মোঃ আলমগীর,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,সহকারী অধ্যাপক আবদুল হক,জামিল ফোরকান,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও নাসিরনগর গণিত এসোসিয়েশনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ ও উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তাছাড়া স্থানীয় বন্ধুমহল ব্যানারে আমন্ত্রিত অতিথিদের ২২ রকমের ভর্তা দিয়ে মধ্যাহ্ন ভোজ করানো হয়।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।