ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভিক্ষা আর করবো না, ভিক্ষা করতে দিবো না ,নবীর শিক্ষা ,করবো না আর ভিক্ষা,এই শ্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে ভিক্ষুক কর্মসূচি প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভিক্ষুকদের সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু,ভিক্ষুক কমিটির সভাপতি ছোলায়মান আলী,সাধারন সম্পাদক বাদশা মিয়া প্রমূখ ।