ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মদ পান করার অপরাধে পুলিশের হাতে আটক দুই মদ্যপের প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাও ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের দুলাল ঠাকুরের পুত্র মলয় ঠাকুর(৪০) ও বালাতারী গ্রামের মৃত মোকলেছ আলীর পুত্র ইউসুফ আলী(৪০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালারহাট বাজারের গরুহাটি এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করার সময় ফুলবাড়ী থানার পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের জরিমানা করেন।