আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্যাপুরে মা-মেয়েকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম (৪৭) ও তার মেয়ে সুমি (২৩) শরীরে এসিড নিক্ষেপ ঝলসে দেয় দুর্বৃত্তরা। মা-মেয়ে বর্তমানে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ রশিদা বেগম বলেন, রাতে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পিঁছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এরপর বাড়ি ফেরার পথে পিঁছন থেকে কে বা কারা তাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আর্তচিৎকার শুনে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। দায়িত্বরত মেডিক্যাল অফিসার- ডাঃ সজিব কুমার জানান, এসিডে মা রশিদা বেগমের শরীরের ১০ ভাগ ও মেয়ে সুমীর ৪ ভাগ ঝলসে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মা-মেয়ের উপর এসিড নিক্ষেপ করা হতে পারে বলে অভিযোগ ভূক্তভোগী পরিবারের।