রংপুর প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসানসহ রংপুর বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাবৃন্দ। শনিবার দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব হোসেন সুমন, সহ-সভাপতি হুমায়ন কবির রিন্টু, জোবায়ের হোসেন রুজু, সাধারন সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, শামীম আহম্মেদ লিয়ন, মুনতাসীর মুন্না প্রমুখ। আনন্দ মিছিলে রংপুর সদর, মিঠাপুকুর, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জ, গংগাচড়াসহ বিভিন্ন উপজেলা/ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।###