ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের শনিবার রাত ৯টার সময় ভোলাহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় দেশ উন্নয়নের স্রোতে ভাসছে, তার হাতকে শক্তিশালী করতে দেশের আরো উন্নয়ন করার স্বার্থে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে নিরলস কাজ করার প্রত্যয়ে তিনি উন্নয়নের বার্তা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে ছুটে চলেছেন। তিনি বলেন, দেশে আজ আওয়ামীলীগ ক্ষমতায় থেকে রাস্তা-ঘাট, শিক্ষা, কৃষি, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, বিদ্যুৎসহ নানা উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে বার্তা তুলে ধরছেন। তিনি এলাকার ব্যাপক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি গণমাধ্যম কর্মীদের এক সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোলাহাট প্রেসক্লাবকে আগামী ৩০জুন একটি ল্যাপটপ দেয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত জেলা পরিষদের সদস্য পিয়ারজাহান প্রেসক্লাবে কক্ষে টাইলস্ বসানোর জন্য জুন-জুলাই এর পরে ১লাখ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবির, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, শাহ্ কবিরসহ অন্যরা। এ সময় ভোলাহাট ও নাচোল উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন