এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের শৈলকুপায় হাইব্রীড জাতের তেজ গোল্ড ধানের ফসল কর্তণ উপলক্ষে রবিবার বিকেলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি পণ্য বাজারজাত কোম্পানী বায়ার ক্রপ সায়েন্স লিঃ উপজেলার মনোহরপুর ইউপির হিতামপুর মাঠে এই মাঠ দিবসের আয়োজন করে। উপস্থিত ছিলেন কৃষিবিদ ইয়াদুল দীন রৌশন, কৃষক সাদাত হোসেনসহ আরো অনেকেই।
শস্য কর্তনের পর কৃষিবিদ ইয়াদুল দীন রৌশন জানিয়েছেন, বায়ারের গবেষনালব্ধ পাতা পোড়া রোগ (বিএলবি) প্রতিরোধী তেজ গোল্ড হাইব্রিড ধান আকারে লম্বা ও চিকন চাল হয়। এ জাতের ধানে উফশী জাতের তুলনায় ফলন অনেক বেশী। তেজগোল্ড জাতের ধান প্রতি বিঘায় প্রায় ৩০মন হারে উৎপাদিত হয়। প্রতিটি গোছে ১৮ থেকে ২০টি শীষ হয় এবং প্রতিটি শীষে ২৪০ থেকে ২৫০টি দানা সন্নিবেশিত হয়ে থাকে। বোরো মৌসুমে এ জাতের ধান গাছের জীবনকাল ১৪০-১৪৫ দিন।