ভুরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকের মাঠ পর্যায়ে ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন এ লক্ষকে সামনে রেখে কৃষি ও কৃষকের উন্নয়নে ফারটেরা ০.৪ জি দানাদার কীটনাশকের কার্যকারীতা ও ফলাফল প্রদর্শনের জন্য কৃষক ফলন দিবস অনুষ্ঠিত হয়েছে।
ধান ফসলে দানায় দানায় বিপ্লব ঘটনোর প্রত্যয় নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের আয়োজনে উপজেলার বাগভান্ডার গ্রামে কৃষক আঃ কাদেরের বাড়ীতে অনুষ্ঠিত কৃষক ফলন দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। কৃষক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পেট্রোকেম(বাংলাদেশ) লিমিটেডের ডেপুটি রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ কমল চন্দ্র দেব নাথ, এগ্রোনমিস্ট নুরে আলম, ইউপি সদস্য ছফর উদ্দিন, কৃষক আব্দুল খালেক প্রমুখ।
উল্লেখ্য পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড কৃষক আঃ কাদেরের ৫শতক জমিতে
ফারটেরা ০.৪ জি দানাদার কীটনাশক প্রয়োগ করে একটি প্রদর্শনী প্লট স্থাপন করেছিলেন উক্ত ফলন দিবসে সকলের উপস্থিতিতে ওই প্লটের ফসল কেটে মাড়াই করা হয় সেখানে ফারটেরা প্রয়োগকৃত জমিতে প্রতি বিঘায় ফলন আসে ৩৪.৯২মন পাশাপাশি কৃষক পদ্ধতিতে ফলন আসে ২৯.৮৫ মন। পার্থক্য দাড়ায় ৫.০৭ মন। এতে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের ফারটেরা দানাদার কীটনাশক প্রয়োগ করে অধিক ফসল উৎপাদনে সফল হয়েছেন বলে কৃষক জানান।