এস এম আসাদুজ্জামন,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ ১১.৫.১৭
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকাল বুধবার বিকাল৪ টায় জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া রিসোর্স সেন্টারে অনুষ্টিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রাক্তন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ,প্রধান শিক্ষক মিজানুর রহমান, ছিটমহল আন্দোলনের নেতা আলতাফ হোসেন, নুর আলম মাস্টার প্রমূখ। বিদায় সংবর্ধনার পূর্বে মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা গ্রহন শেষে দাসিয়ারছড়ায় একটি গাছের চারা রোপন করেন বিদায়ী জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন।