আসাদুজ্জামান খোকন,ভুরুঙ্গামারী
ভুরুঙ্গামারীতে অটোরিক্সার চাপায় এক শিশু নিহত হয়েছে।
জানাগেছে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় উপজেলার সোনাহাট ব্রীজ পাড় এলাকার মন্তাজ আলীর পুত্র মমিন মিয়া যাত্রীবাহী অটোরিক্সা নিয়ে পাটেশ্বরী বাজার আসার পথে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছামাত্র পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া ব্যাপারীটারী গ্রামের মন্টু মিয়ার ৫ বছরের শিশু পুত্র আল-আমিন(৫) দৌড় দিলে ঘটনাস্থলেই অটোরিক্সার চাপায় মারাত্মক আহত হয়। পরে এলাকাবাসী অটোরিক্সা আটক করে আল- আমিনকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি উভয় পক্ষের সম্মতিক্রমে মিমাংসা করা হয়েছে ।