ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ইউপি সদস্য কর্তৃক ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে,
জানাগেছে চলতি বছর দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প শুরু হলে উপজেলার পাইকেরছড়া ইউপির পাইকডাঙ্গা গ্রামের দিনমজুর নুর আমিনের স্ত্রী মাজেদা বেগম,আব্দুস ছালামের পুত্র বজলুর রহমান,মৃত আইনুদ্দিনের পুত্র আনছার আলী,এছাহাক আলীর স্ত্রী হামিদা বেগম,জিন্নত আলীর পুত্র আনোয়ার হোসেন,আফসার আলীর পুত্র আব্দুল করিম ও রফিক উদ্দিন এবং মৃত মোজার আলীর পুত্র আব্দুস সামাদ ২ নং ওয়ার্ডের সদস্য কাবিল উদ্দিনের অধিনে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে কাজ করে। তাদের প্রত্যেকের নামে ভুরুঙ্গামারী জনতা ব্যাংকে হিসাব থাকা সত্বেও উক্ত কাবিল উদ্দিন তাদের নামে বরাদ্দকৃত টাকা ব্যাংকের সাথে যোগসাজস করে সমুদয় টাকা আত্মসাত করে। এদিকে শ্রমিকদের দাবীকৃত টাকা দেই দিচ্ছি করে তালবাহানা করলে তারা ব্যাংকে খোজ নিয়ে টাকা উত্তোলনের বিষয়টি জানতে পেয়ে গত ১৪ মে/২০১৭ তারিখে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ আত্মসাতকৃত টাকা আদায়ের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসক ,উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে ঐ ইউপি সদস্য কাবিল উদ্দিন জানান তারা ঠিকমত দায়িত্ব পালন না করায় তাদের বদলে অন্য শ্রমিক নিয়ে কাজ করানো হয়েছে এবং তাদের বিল দেয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল আলম জানান,শ্রমিকদের লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন