23-5

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ২৩.৫.২০১৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২টি ভারতীয় বাছুর গরু সহ ২ জনকে আটক করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।
জানা গেছে,গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে বাগভান্ডার বিজিবি ক্যাম্পের হাবিলদার আলাউদ্দিন এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের খয়বর মোড় থেকে স্বর্ণা পরিবহন নামক ২টি নছিমন গাড়ী সহ ২২টি বাছুর গরু আটক করে। নছিমন চালক মনির ও পনির পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার গ্রামের সহর আলীর ছেলে। উল্লেখ্য উপজেলার পাথরডুবি ও ময়দান সীমান্ত দিয়ে এসব ভারতীয় গরু পাচার করে ভুরুঙ্গামারী হাটে বিক্রি করার জন্য আসার সময় এসব গরু আটক করা হয়। গরুর আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ ৪০হাজার টাকা।পরে উদ্ধারকৃত গরু জয়মনিরহাট কাস্টমসে জমা দেয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন