মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সহিদুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে আরও ৩ জন সহযোগী। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকেরহাটের মিরাজ মিলিটারী প্লাজায়। নিহত সহিদুল ডাঙ্গাপাড়া গ্রামের বাদশার ছেলে।
এলাকাবাসী জানায়, সহিদুল ও তার সহযোগিরা মিলিটারী প্লাজায় সাটার লাগানোর কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে বিকাল ৪টার দিকে সহিদুল দরজার কাছে থাকা একটি বৈদ্যুতিক তারে আটকে যায়। এ সময় অপর ৩ জন সহযোগী তাকে ছাড়াতে গিয়ে ছিঁটকে পড়ে এবং গুরুত আহত হয়। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আহত ময়নদ্দিন (২০) সহ অপর ২ জনকে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর ২ শ্রমিকের নাম পরিচায় পাওয়া যায় নি।
এ ব্যাপারে খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজুর সাথে কথা হলে, তিনি ঘটনার বিষয় নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন।