মৌলভীবাজার সংবাদদাতাঃ
তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য তিন প্রতিবেদককে পুরস্কৃত করেছে জনপ্রিয় অনলাইন পত্রিকা ফটোনিউজবিডি ডটকম। এই তিনজন প্রতিবেদক হলেন জ্যেষ্ঠ প্রতিবেদক ওমর ফারুক নাঈম, স্টাফ রিপোর্টার তানভীর আঞ্জুম আরিফ ও কুলাউড়া উপজেলা প্রতিনিধি শাহবান রশীদ চৌধুরী অনি।
১৭ জুন, শনিবার, ২১ রমজান মৌলভীবাজারের অভিজাত রেস্ট ইন হোটেলে প্রতিনিধি সম্মেলন ও ইফতার পার্টিতে তাদেরকে পুরস্কৃত করা হয়। ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক সেরা প্রতিবেদনের জন্য তিন প্রতিবেদকের নাম ঘোষণা করেন। এ সময় বার্তা সম্পাক সিতাব আলী ও সহযোগী সম্পাদক শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।
প্রতিনিধি সম্মেলন ও ইফতার পার্টিতে অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকি, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন অব মৌলভীবাজারের সভাপতি মো. আবু তাহের, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা সারওয়ার মজুমদার ইমন ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন প্রমুখ।
প্রতি বছরই প্রকাশিত সংবাদগুলোর মধ্য থেকে বিশেষ প্রতিবেদনের জন্য প্রতিবেদকদের পুরস্কার দিয়ে থাকে ফটোনিউজবিডি ডটকম।