মোঃ জাহিদ আলী,বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি –
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের নতুনবাজার এলাকায় একটি চাউলের গোডাউনে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাত দল অস্ত্রের মুখে দুই নৈশ প্রহরীকে জিম্মি করে একটি ট্রাকে ৯৩ বস্তা চাউল তুলে নিয়ে যায়। এঘটনায় পুলিশ ওই দুই নৈশ প্রহরী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমান (৫৫) ও পাশ্ববর্তী আরাজী ভবানীপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে সাদেক আলী (৩৮) কে আটক করেছে। বনপাড়া হাট কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল জানান, রাতে ১০/১২ জনের সশস্ত্র একদল ডাকাত নতুনবাজার বক্কর মার্কেটের আবুল কালামের চাউলের গোডাউনে তালা ভেঙ্গে চাউল ট্রাকে তুলতে থাকে। এসময় ওই দুই নৈশ প্রহরী এগিয়ে আসলে কিছু বোঝার আগে তাদেরকে গোডাউনের অপর একটি কক্ষে আটকে রাখে। সকালে অন্যান্য ব্যবসায়ীরা গোডাউনের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। পরে বন্ধ কক্ষের তালা ভেঙ্গে নৈশ প্রহরীদ্বয়কে উদ্ধার করা হয়। গোডাউনের মালিক আবুল কালাম জানান, ডাকাতি হওয়া চাউলের মূল্য ২ লক্ষ ১৫ হাজার টাকা। এঘটনায় বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নৈশ প্রহরী দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঈদের আগ পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজারে পুলিশী টহল বাড়ানো হবে।