উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ উলিপুরে কাজলী বেগম নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মত্যা করেছে । গত বৃহশপতিবার সকালে পশ্চিম কালুডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের স্থ্রী কাজলী বেগম(২৫) তার নিজ ঘরের ধরনার সঙ্গে রশি ঝুলিয়ে আত্বহত্বা করেছে ।
স্থানীয় ও পারিবারিক সূএে জানা গেছে , পশ্চিম শিববাড়ী গ্রামের আবুল কাশেমের কন্যার সঙ্গে ৭ বছর পূর্বে পশ্চিম কালুডাঙ্গা গ্রামের আবু বক্করের পুএ সাইদুলের বিবাহ হয়। গত ৩ মাস ধরে কাজলী মানসিক রোগে ভুগছেন। তার স্বামী সাইদুল কাজলী বেগমের চিকিৎসা করান । ২২ জুন সকাল ৯টার দিকে স্বামী সাইদুল কর্মস্থলে বেরিয়ে পড়লে কাজলী বেগম এ সময় আত্মগত্যা করেন। সে এক কন্যা সন্তানের জননী ছিলেন। এব্যাপারে উলিপুর থানায় একটি ইউ ডি মামলা হয়েছে । মামলা নং ৮ তাং ২২/০৬/২০১৭ ইং। লাশ ময়না দন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *