আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ “আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ্য সমাজ বিনিমার্ণ করি” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর নূরপুর বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দুঃস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরন অনুষ্ঠান আজ শনিবার নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পরিষদের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে মোর্শেদ জাহিদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আজাহারুল হক, সমাজ সেবক হুমায়ুন রেজা চৌধুরী,মহিদুজ্জামান টিটু,এম এ কাসেম,আক্তার হোসেন,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির আল হেলাল,প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু, প্রভাষক ছোয়াব আহমেদ রাতুল,প্রভাষক নবী হোসেন ইমন,্এডভোকেট এমদাদুল হক,এডভোকেট মহসিন উদ্দিন মহন,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ও কথা সাহিত্যিক মফিজ উদ্দিন আহমেদ। সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা উদ্যোক্তা রাশিদুল হাসান,প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ ফায়েজুল হক,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমূখ । অনুষ্ঠানে ১১৫ জন মহিলা ও পুরুষ অসহায় ও দুঃস্থদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জহিরুলইসলাম । এতে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।